Monday, July 28
Shadow

গণঅভ্যুত্থানের পর প্রতিশ্রুত ভোটাধিকার বাস্তবায়নের পরিবেশ চায় জনগণ : কাইয়ুম চৌধুরী

মাহবুব আলম, সহ-দফতর সম্পাদক, সিলেট জেলা বিএনপি : সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ভোটাধিকার হরণের মধ্য দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী সরকার জনগণকে যে নির্যাতনের শিকার করেছে, তার ক্ষোভ এখনও দেশের মানুষ ভুলতে পারেনি। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মাফিয়াতন্ত্রের অবসান ঘটলেও এখন নতুন করে জনগণের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা। তিনি বলেন, “গণতন্ত্রের পরিবর্তে ‘অটোক্র্যাসি’ জনগণ কখনও মেনে নেবে না। 

তিনি বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ যে ভোটাধিকার ফিরে পাওয়ার স্বপ্ন দেখেছিল, এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের মতো একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ গঠনের দাবি উঠেছে সর্বত্র।”

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের গাজীরপাড়ায় ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “ছাত্র-যুব সমাজ যারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল, তারাই বুকের রক্ত দিয়ে আন্দোলনের পথে নেমেছিল। সেই রক্তের ঋণ একমাত্র অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই পরিশোধ সম্ভব—যে নির্বাচন দেশকে উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে নেবে।”

দলীয় শৃঙ্খলার বিষয়ে কাইয়ুম চৌধুরী বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর কিছু অপশক্তি দলের ভেতরে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত। এদের চিহ্নিত করে দল থেকে বিতাড়িত করতে হবে।” তিনি আরও বলেন, “জেলা বিএনপির সভাপতি হিসেবে আমি আজ এসেছি আপনাদের সঙ্গে মতবিনিময়ে। ধানের শীষ প্রতীক নিয়ে যিনি আসবেন, আপনারা সকল ভেদাভেদ ভুলে তাকে সহযোগিতা করবেন ভবিষ্যতে। ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”

৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ছালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন—জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, সহ-দফতর সম্পাদক মাহবুব আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, সহ-প্রচার সম্পাদক শাহীন আলম জয়, সদস্য আফতাব উদ্দিন ও আশরাফুল আলম বাহার।

এছাড়াও উপস্থিত ছিলেন—জেলা যুবদলের সহ-সভাপতি ময়নুল ইসলাম মঞ্জুর, সিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক মল্লিক ও সাধারণ সম্পাদক পাবেল রহমান, অলিউর রহমান, আলতাফ হোসেন, হাজী মানিক মিয়া, আরিফ চৌধুরী, গাজী আজগর হোসেন রানা, দুলাল আহমেদ, মিছবাহুল হক দলা, শাহ জুনেদ আহমেদ, ফারুক আহমেদ, আরিফুর রহমান তারেক, মাসুম আহমেদ, নজরুল ইসলাম, সাদেক আহমেদ, সাবের আহমদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *