
রিয়াদ আহাম্মেদ, শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে এইচএসসি আলিম ও সমমানের পরীক্ষার্থীদের সহায়তার জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে। পরীক্ষা শুরুর দিন থেকেই শ্রীবরদী উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে এই মানবিক সহায়তা কেন্দ্রের উদ্বোধন করে।
উপজেলার বিভিন্ন স্থানে স্থাপিত এসব সহায়তা কেন্দ্রের মাধ্যমে পরীক্ষার্থীদের দ্রুত কেন্দ্রে পৌঁছে দেওয়া, পরীক্ষার্থীদের কলম ও খাবার পানি সরবরাহ, অভিভাবকদের অস্থায়ী ছাউনি বিশ্রামের ব্যবস্থা এবং পরীক্ষা শুরুর আগে ও পরীক্ষা শেষে সড়কে যান চলাচলে শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন ছাত্রদল কর্মীরা।
সরেজমিনে দেখা যায়, শ্রীবরদী সরকারি কলেজ, শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা ও আয়েশা-আইনউদ্দিন মহিলা কলেজের সামনে অস্থায়ী ছাউনি স্থাপন করা হয়েছে। ছাউনিতে প্রখর রোদে দূরদূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের অভিভাবকদের বসে বিশ্রাম নেওয়ার এবং পানি পান করার ব্যবস্থা রয়েছে।
এছাড়া যানবাহন না পাওয়ার কারণে সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে কোন শিক্ষার্থী অসুবিধায় পড়লে ছাত্রদল কর্মীরা দ্রুততার সাথে শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিচ্ছে। শ্রীবরদী উপজেলা ছাত্রদলের এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগে খুশি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকগণ।
এসময় পরীক্ষার্থী মো. আকাশ বলেন, ছাত্রদলের এমন মানবিক উদ্যোগ দেখে আমার খুব ভালো লাগছে। আশাকরি ভবিষ্যতেও ছাত্র-ছাত্রীদের পাশে থাকবে ছাত্রদলের নেতাকর্মীরা।
এছাড়াও অভিভাবক আসমা আক্তার বলেন, পরীক্ষা কেন্দ্রের বাইরে তীব্র গরমে দাঁড়িয়ে থাকা কষ্টকর। কিন্তু এইবার ছাত্রদলের পক্ষ থেকে ছাউনি দেয়ায় রোদ লাগছেনা তাই কষ্ট অনেকটাই কমে গেছে।
এ ব্যাপারে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রোকনুজ্জামান বলেন, ‘আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার উদ্দেশ্যে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি, এছাড়া শিক্ষার্থীদের যেকোনো কাজ ও সহযোগিতায় শ্রীবরদী উপজেলা, পৌর ও কলেজ শাখা সর্বদায় প্রস্তুত আছি এবং থাকব ইনশাআল্লাহ’
এসময় উপস্থিত ছিলেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফি, সদস্য সচিব জাকির, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরমান, সদস্য আশিক, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক চঞ্চল, বাপ্পি, সাঈম, মুহিত, অন্তর প্রমুখ।