
শ্রীবরদীতে শিশু কবিরাজের বাড়িতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়
রিয়াদ আহাম্মেদ, শেরপুর : মাত্র চার বছরের এক শিশুর ঝাড়ফুঁক দেয়া পানি ও তেল ব্যবহার করে সুস্থ হয়ে যাচ্ছে অসুস্থ রোগীরা এমন বিশ্বাসে প্রতিদিন ভিড় করছেন হাজারো মানুষ। এ খবর ছড়িয়ে পড়তেই উপচে পড়া লোকজন সামলাতে হিমশিম খাচ্ছেন তার পরিবারের সদস্যরা। শুনতে অদ্ভুত মনে হলেও এমন ঘটনার দেখা মিলেছে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ভাটি লঙ্গরপাড়া এলাকায়। তবে সচেতন মহল বলছে এটা কুসংস্কার ও ভ্রান্ত বিশ্বাস ছাড়া আর কিছুই নয়।
স্থানীয় কাপড় ব্যবসায়ী মো. আব্দুল ওয়াহাব এর চার বছরের শিশু পুত্র লাবীব হলেন সেই শিশু কবিরাজ। আল্লাহর নামে ঝাড়ফুঁক দেয়া তার এই তেল ব্যবহার করলে ও পানি পান করালে জটিল ও কঠিন রোগের মুক্তি মিলছে বলে দাবি অনেক রোগী ও তার স্বজনদের। প্রথমে তার পরিবারের সদস্যদের রোগ মুক্তি অতঃপর তার আত্নীয় স্বজনের রোগমুক্তির খবর ছড়িয়ে পড়তেই জেলা সহ জেলার বাইরের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ভ...