
শ্রীবরদীতে এইচএসসি আলিম ও সমমান পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের সহায়তা কেন্দ্র স্থাপন
রিয়াদ আহাম্মেদ, শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে এইচএসসি আলিম ও সমমানের পরীক্ষার্থীদের সহায়তার জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে। পরীক্ষা শুরুর দিন থেকেই শ্রীবরদী উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে এই মানবিক সহায়তা কেন্দ্রের উদ্বোধন করে।
উপজেলার বিভিন্ন স্থানে স্থাপিত এসব সহায়তা কেন্দ্রের মাধ্যমে পরীক্ষার্থীদের দ্রুত কেন্দ্রে পৌঁছে দেওয়া, পরীক্ষার্থীদের কলম ও খাবার পানি সরবরাহ, অভিভাবকদের অস্থায়ী ছাউনি বিশ্রামের ব্যবস্থা এবং পরীক্ষা শুরুর আগে ও পরীক্ষা শেষে সড়কে যান চলাচলে শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন ছাত্রদল কর্মীরা।
সরেজমিনে দেখা যায়, শ্রীবরদী সরকারি কলেজ, শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা ও আয়েশা-আইনউদ্দিন মহিলা কলেজের সামনে অস্থায়ী ছাউনি স্থাপন করা হয়েছে। ছাউনিতে প্রখর রোদে দূরদূরান্ত থেকে আসা পরীক...