
তাৎক্ষণিক পাওয়া যাবে ভূমি সংক্রান্ত সেবা
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম : কুমিল্লার লাকসামে সারাদেশের ন্যায় আজ রবিবার (২৫ মে) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমি মেলা। লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ গতকাল শনিবার (২৪ মে) স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলায় ভূমি সংক্রান্ত সেবা তাৎক্ষণিক পাওয়া যাবে। ভূমি মেলা-২০২৫ উদযাপনে লাকসাম উপজেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
মেলার প্রথম দিন আজ রবিবার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বরে মেলার শুভ উদ্বোধন এবং সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালী করা হবে। র্যালীতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন। এ ছাড়া, উপজেলার প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে একযোগে ২৫ থেকে ২৭মে পর্যন্ত তিন দিনব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত হবে।
এদিন বেলা সাড়ে ১১টা থেকে সেবাগ্রহীতাদের বিভিন্ন সেবা প্রদান করা হবে। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে মেলা।
ইউএনও কাউছার হামিদ জানান, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে উৎসাহিত করা, ভূমি সংক্রান্ত বিষয়ে যে কোনো তথ্য ও অভিযোগ এবং অভিযোগের জন্য হট লাইন নম্বর ১৬১২২’র গুরুত্ব তুলে ধরা, জনসাধারণের মাঝে ভূমি বিষয়ক সেবাসমূহ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ভূমি মেলার আয়োজন।
তিনি জানান, তিন দিনব্যাপী মেলায় থাকবে ভূমি মন্ত্রণালয়ের অনলাইন সেবা প্রদর্শনী, ভূমি সংক্রান্ত সকল সেবা তাৎক্ষণিক প্রদান, ভূমি আড্ডা, ভূমি সেবা ব্যবস্থাপনা বিষয়ক অডিও-ভিডিও কনটেন্ট প্রদর্শণ, ভূমি সেবা সংক্রান্ত মেলায় আগত দর্শনার্থী ও সেবাপ্রার্থীদের অভিযোগ ও মতামত গ্রহণ এবং ভূমি সংক্রান্ত সার্বিক বিষয়ে সেবাবুথে উপস্থিত থেকে ইউএনও ও দায়িত্বপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তাবৃন্দ সেবাগ্রহীতাদের সকল প্রশ্নের উত্তর প্রদানের ব্যবস্থা করবেন। এ ছাড়া, শিক্ষার্থীদের মাঝে ভূমি সংক্রান্ত বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।মেলায় ভূমি পোর্টালে রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন প্রক্রিয়াকরণ, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং এ সকল ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা সংক্রান্ত ধারণা দেওয়ার পাশাপাশি অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রাপ্তি এবং ভূমি সেবা সম্পর্কে অভিযোগ জানাতে বা ভুমি সেবা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে হট লাইন সেবার উপযোগিতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হবে।
মেলায় সেবাগ্রহীতাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা যেমন ই-নামজারির আবেদন গ্রহণ,তাৎক্ষণিকভাবে অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও প্রদান, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রদান এবং সার্বিক ভূমি বিষয়ে সেবাগ্রহীতাদের নানাহ প্রশ্নের উত্তর প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে।
আগামী মঙ্গলবার (২৭ মে) মেলার সমাপনী দিনে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার প্রদান হবে।