Sunday, May 25
Shadow

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় স্বামী – স্রী নিহত

আশরাফ গোলাপ, নেত্রকোনা : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কাভার্ড ভ্যান ও ব্যাটারি চালিত অটো রিকশা মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী দুজনই নিহত হয়েছেন।

নিহতেরা হলেন উপজেলা ছোছাউড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে নিজাম উদ্দিন (৫৪) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৪২)।

দূর্ঘটনাটি ঘটে শনিবার (২৪ মে) সান্ধায় ৭টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের পাবই শেখপাড়া নামক স্থানে। 

জানা যায়, ব্যাটারি চালিত অটোরিকশায় চালকসহ চারজন পূর্বধলার উদ্দেশ্যে যাচ্ছিলেন। শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের পাবই শেখপাড়া নামক স্থানে আসা মাত্রই বিপরীত দিকে আসা প্রাণ-আরএফএল কোম্পানীর কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই অটোরিকাশ চালকসহ দুজন মারা যান। অটো রিকশায় থাকা আরও দুজন আহত হন।

নিহতের পারিবার সূত্রে জানা গেছে, নিজাম উদ্দিন নিজে অটোরিকশা চালিয়ে স্ত্রী ও মেয়ে এবং মেয়ের মামাকে নিয়ে ফাজিলপুর বাজারের পাশেই ছেলের জন্য পাত্রী দেখতে যান। সেখান থেকে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা শিকার হন।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নুরুল আলম সত্যতা নিশ্চিত করে বলেন, কাভার্ড ভ্যানসহ চালক ও হেলপার পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *