
লাকসামে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমি মেলা
তাৎক্ষণিক পাওয়া যাবে ভূমি সংক্রান্ত সেবা
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম : কুমিল্লার লাকসামে সারাদেশের ন্যায় আজ রবিবার (২৫ মে) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমি মেলা। লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ গতকাল শনিবার (২৪ মে) স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলায় ভূমি সংক্রান্ত সেবা তাৎক্ষণিক পাওয়া যাবে। ভূমি মেলা-২০২৫ উদযাপনে লাকসাম উপজেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে।মেলার প্রথম দিন আজ রবিবার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বরে মেলার শুভ উদ্বোধন এবং সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালী করা হবে। র্যালীতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন। এ ছাড়া, উপজেলার প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে একযোগে ২৫ থেকে ২৭মে পর্যন্ত তিন দিনব্যা...