Thursday, May 22
Shadow

বিলুপ্তপ্রায় মাছের সফল কৃত্রিম প্রজনন চীনে

বিলুপ্তপ্রায় মাছের সফল কৃত্রিম প্রজনন চীনে বিলুপ্তপ্রায় মাছ সিছুয়ান থাইমেন। মাছটির বড় আকারে কৃত্রিম প্রজননে সফল হয়েছে চীন। চীনে প্রথম শ্রেণির সুরক্ষাভুক্ত এ মাছের কৃত্রিম প্রজনন করেছে চায়না অ্যাকাডেমি অব ফিশারি সায়েন্সেসের অধীন হেইলংচিয়াং নদী মৎস্য গবেষণা ইনস্টিটিউট।২০২৫ সালের মধ্যে দ্বিতীয় প্রজন্মের ১২ হাজারের বেশি থাইমেন মাছ কৃত্রিমভাবে জন্ম দেওয়া হয়েছে, যেগুলো নিজেরাই খাবার খেতে পারে। এ গুণটিকেই বলা হয় এ মাছের টিকে থাকার গুরুত্বপূর্ণ ধাপ।গবেষকরা থাইমেন মাছের নিষিক্ত ডিম থেকে সফলভাবে ইনকিউবেশন প্রযুক্তি ব্যবস্থা গড়ে তুলেছেন, যার ফলে নতুন প্রজন্মের মাছের আকৃতিগত ত্রুটির হার অনেক কমেছে।এই ব্যাচের মাছের বেঁচে থাকার হার এখন ৯০ শতাংশের ওপরে, যা প্রাকৃতিক পরিবেশে এই প্রজাতির মাছ ফিরিয়ে আনতে ও ভবিষ্যতে ব্যাপক হারে ছাড়ার প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *