Friday, May 23
Shadow

সুনামগঞ্জ হবে ঘোষ দুর্নীতি মুক্ত একটি জেলাঃ দুর্নীতি দমন কমিশনের কমিশনার

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই স্লোগান কে সামনে রেখে দুর্নীতি দমন কমিশিন এর আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সুনামগঞ্জ এর সহযোগিতায় সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমীর হাছন রাজা মিলনায়তনে গণশুনানি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) বিগ্রেডিয়ার জেনারেল (অব) হাফিজ আহসান ফরিদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ)  মোঃ আক্তার হোসেন, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাজমুস সাদাৎ, পুলিশ সুপার তোফায়েল আহমেদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ মহিবুল ইসলাম।

দুদকের গণশুনানিতেই শাল্লা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন নবী সরকার কে স্থায়ী বরখাস্ত করা হয়েছে। অভিযোগ বিষয়ে শুনানীতে আসতে বলায় পিআইও উল্টা জবাব, যা পারেন করেন, এমন আচরন করলে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করার জন্য সুপারিশ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তবে, দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) বিগ্রেডিয়ার জেনারেল (অব) হাফিজ আহসান ফরিদ বলেন, বাংলাদেশর মানুষ প্রতিবাদ করতে ভূলে গিয়েছিল। ৭১ এর পর যে প্রতিবাদ হয়েছে তা হল ৯০ ও ২৪ এর গণঅভ্যুত্থান। মানুষ এখন প্রতিবাদ করতে শিখেছে, আমরা শিখিয়েছি। তা যেন বন্ধ না হয়। আপনারা প্রতিবাদ করুণ আমাদের ১০৬ এ কল দিন অথবা লিখিত অভিযোগ দিন। এইটুকু আমাদের সাহায্য করুন। আমরা আশা করি সবে মিলে একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে পারবো। তারই ধারাবাহিকতায় সুনামগঞ্জ হবে ঘোষ দুর্নীতিমুক্ত একটি জেলা।

তিনি আরো বলেন, বাংলাদেশে একটি কালচার তৈরী হয়েছে সেবা দাতা হয়েছে প্রভূ আর সেবা গ্রহীতা হয়েছেন ভূত্য। অথচ ভূত্যের টাকাই প্রভূ চলেন। সেবা দাতাদের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, আপনারা আচার আচরণে একটু নরম করতে হবে, যার যার প্রাপ্য তাকে দিতে হবে।

৪৫ টি আবেদন এর প্রেক্ষিতে শুনানী শুরু হয়। শুনানীতে সুনামগঞ্জ জেলার সকল সরকারী দপ্তরের প্রধানগণ উপস্তিত থেকে অভিযোগের প্রেক্ষিতে তাদের বক্তব্য তুলে ধরেন। দুর্নীতি দমন কমিশনের কমিশনার হাফিজ আহসান ফরিদ অনিয়ম দূর্নীতি বন্ধে কঠোর হুশিয়ার দেন এবং নিয়মিত গণশুনানি আয়োজনের কথা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *