Monday, May 19
Shadow

৮৭ ঘণ্টার যুদ্ধের পর ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি, ভারতের ক্ষতি ২২ গুণ বেশি

মাত্র ৮৭ ঘণ্টা স্থায়ী যুদ্ধের পর দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান নাটকীয়ভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এবারের সংঘাতে পাকিস্তানের তুলনায় ভারতের ক্ষতি ২২ গুণ বেশি বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স ও দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, ভারত-পাকিস্তান সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না; তা কাঁপিয়ে দিয়েছে অর্থনীতি, বিনিয়োগ ও আকাশপথকে। এই যুদ্ধের মূল্য মেটাতে হয়েছে প্রতি ঘণ্টায় এক বিলিয়ন ডলারের ক্ষতিতে।

ভারতের স্টক মার্কেট, আকাশপথ ও বিনিয়োগ খাতে বড় ধরনের পতন হয়। ৮৭ ঘণ্টা ২৫ মিনিট ধরে চলা এই সংঘাতে ভারতের নিফটি ৫০ ও বিএসই সেনসেক্স সূচক মিলিয়ে ৮২ বিলিয়ন ডলার মার্কেট ক্যাপিটালাইজেশন হারায়।

উত্তর ভারতের আকাশপথ বন্ধ থাকায় প্রতিদিন আট মিলিয়ন ডলারের বাণিজ্যিক ক্ষতি হয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত হওয়ায় ৫০ মিলিয়ন ডলারের ক্ষতি হয় টিভি স্বত্ব, টিকিট বিক্রি ও বিজ্ঞাপন থেকে।

সামরিক অভিযানে খরচ পড়ে ১০০ মিলিয়ন ডলার। রাফায়েল যুদ্ধবিমানের ক্ষতির মূল্য ৪০০ মিলিয়ন ডলার। পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় ক্ষতি দাঁড়ায় দুই বিলিয়ন ডলার। বিনিয়োগকারীদের আস্থা হারানো ও সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) কমায় অতিরিক্ত ক্ষতি হয়। সব মিলিয়ে ভারতের মোট ক্ষতির পরিমাণ আনুমানিক ৮৩ বিলিয়ন ডলার।

অন্যদিকে, একই সময়ে পাকিস্তানের কেএসই-১০০ সূচক ৪.১ শতাংশ কমে যাওয়ায় প্রায় ২.৫ বিলিয়ন ডলার ক্ষতি হয়। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত হওয়ায় সম্প্রচার ও সম্পর্কিত খাতে ১০ মিলিয়ন ডলারের ক্ষতি হয়।

আকাশপথ বন্ধ থাকায় বিমান খাতে লোকসান হয় ২০ মিলিয়ন ডলার। সামরিক অভিযানে দৈনিক ২৫ মিলিয়ন ডলার খরচ হয়। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারে (বেরাখটার এবং রাদ এএলসিএম) ৩০০ মিলিয়ন ডলার ব্যয় হয়। বিনিয়োগ আস্থা কমে গেলেও তার আর্থিক পরিমাপ নির্ধারণ করা সম্ভব হয়নি।

সব মিলিয়ে পাকিস্তানের মোট ক্ষতি দাঁড়ায় প্রায় চার বিলিয়ন ডলার। সেই হিসাবে, এবারের সংঘাতে পাকিস্তানের তুলনায় ভারতের ক্ষতি হয়েছে প্রায় ২২ গুণ বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *