Monday, May 19
Shadow

দিল্লির গোলামি ছিন্ন করেছি, পিন্ডির দাসত্ব করব না: যুব উপদেষ্টা আসিফ মাহমুদ

দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়—অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

রবিবার রাতে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ সজীব লিখেছেন, ‘দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়। ওয়াশিংটন কিংবা মস্কোর দাসত্ব করতেও নয়।’ তার এই বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

তার এই মন্তব্যের মাধ্যমে তিনি কী বোঝাতে চেয়েছেন, তা নিয়ে আলোচনা চলছে। কেউ কেউ মনে করছেন, এটি বাংলাদেশকে সম্পূর্ণ স্বাধীন ও স্বাবলম্বী হিসেবে প্রতিষ্ঠার আহ্বান। অন্যদিকে, কেউ কেউ বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করছেন।

আসিফ মাহমুদের এই পোস্ট ইতোমধ্যে কয়েক হাজার লাইক, কমেন্ট এবং শেয়ার পেয়েছে। অনেকেই তার এই বক্তব্যকে সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন, আবার কেউ কেউ এর সমালোচনাও করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসিফ মাহমুদের এই বক্তব্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই ধরনের অবস্থান জনগণের মাঝে দেশপ্রেমের অনুভূতি আরও দৃঢ় করবে বলেও তাদের মত।

আগামী দিনে আসিফ মাহমুদের এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে কী প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *