Monday, May 19
Shadow

মাদক বিক্রিতে বাধা, খুলনায় বিএনপি কর্মিকে কুপিয়ে আহত


এম এন আলী শিপলু, খুলনা : মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের চা-পাতির আঘাতে গুরুতর জখম হয়েছেন ২৫ নং বিএনপি’র সদস্য মোঃ মামুনুর রশিদ (৫২)। রোববার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নগরীর বানরগাতি আরামবাগ এলাকায় ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়ার কারণে ওই এলাকার চিহ্নিত কয়েকজন মাদক বিক্রেতা মামুনুর রশিদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময়ে তাদের হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে মামুনুর রশিদের ডান হাতের কব্জির ওপর আঘাত করে পালিয়ে যায়।

পরবর্তীতে আহত মামুনুর রশিদকে স্বজনরা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালের অর্থোপেডিক বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

সোনাডাঙ্গা থানার এস আই আব্দুল হাই বলেন, ঘটনা জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি ওই ওয়ার্ড বিএনপি’র সদস্য কি না তা তিনি নিশ্চিত করে জানাতে পারেননি। তবে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে তিনি এ প্রতিবেদককে আরও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *