
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ : সুনামগঞ্জের শান্তিগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় পিএফজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা বুধবার সকালে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পিএফজির সদস্য সিরাজ মিয়ার সভাপতিত্বে ও পিএফজি এম্বাসেডর জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।
সভায় বক্তারা বলেন, এ্যাম্বাসেডররা যদি শুধু মিটিং এর দিন মিটং এ আসেন অন্য কোন সময়ে তাদের কোন খবর থাকে না, সদস্যদের সাথে তাদের কোন যোগাযোগ নেই তাহলে এ পিএফজি কার্যক্রম পরিচালনা করবে কিভাবে। পিএফজিকে স্বতন্ত্র সংগঠন হিসেবে দাড়করাতে হলে এ্যাম্বাসেডরদের নতুন নতুন কর্মসূচি হাতে নিতে হবে। সকল সদস্যদের সক্রিয় রাখতে হবে। তারা বলেন শুরু থেকে যারা এম্বাসেডর হয়েছেন তাদের কোন পরিবর্তণ হয়নি ফলে কাজে গতি আসছে না। পিএফজির গঠনতন্ত্র মোতাবেক এম্বাসেডর পরিবর্তনের দাতি তুলেন তারা।সভায় দুইজন এ্যাম্বাসেডর পরিবর্তণ করে সর্বসম্মতিক্রমে সিরাজ মিয়া ও লিটন আহমদ (ইউপি মেম্বার)কে এ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করা হয়।
সভায় বক্তারা বলেন, পিএফজি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলরে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি সমাজ বিনির্মান এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসন বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে। শান্তিগঞ্জে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে পিএফজি কাজ করে যাবে
সভায় জুন মাসে ওয়েভ গ্রুপ গঠন এবং পিস ইভেন্টে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ইয়থ গ্রুপকে সক্রিয় করতে সকল পিএফজি সদস্যের সহযোগিতা কামনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন, পিএফজি সমন্বয়কারী দোলন রানী তালুকদার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি হারুন মিয়া, সুজন-সুশাসনের জন্য নাগরিক উপজেলা সভাপতি আবু সাইদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, বিএনপি সদস্য শেফালী আক্তার, জেসমিন আক্তার, পিএফজি সদস্য জয়ন্ত তালুকদার, বদরুল আলম, খোরশেদা, আলেয়া, নিজাম উদ্দিন, নাজমা বেগম, সফিকুল ইসলামকাজলী হিজরা, ছুরত মিয়া, শিউলী বেী, মতিউর রহমান প্রমূখ।
সভায় বক্তারা বলেন, পিএফজি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলরে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি সমাজ বিনির্মান এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসন বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।
সভায় এ মাসেই সম্প্রীতি ময়দানে ফিস ইভেন্ট এর আয়োজনের সিদ্ধান্ত হয়। ২২ মে ওয়েভ গ্রুপ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।