
ডোনাল্ড ট্রাম্প ভারতে-পাকিস্তানে ঝগড়াঝাঁটি থামাতে বললেন—”এবার দয়া করে থেমে যাও!” বুধবার হোয়াইট হাউজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বললেন, “অবস্থা খুবই খারাপ। আমার মনে হয়, আমি দুই দেশকেই ভালো চিনি, ভালো বোঝাপড়াও আছে। আমি চাই, তারা নিজেরা মিলে মিটমাট করুক।”
ট্রাম্প বলেন, “যেমন খেলা গেছে, একে একে বদলা নেওয়া হয়ে গেছে। এবার তো থামতেই পারে, তাই না?” সঙ্গে যোগ করলেন, “যদি আমার কিছু করার থাকে, আমি তৈরি আছি।”
এই মন্তব্য আসে একদিন পরই, যখন ভারত চালায় ‘অপারেশন সিন্দূর’—পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গি ঘাঁটির উপর ত্রিমাত্রিক হামলা। প্রথম বিশ্বনেতাদের মধ্যে ট্রাম্পই ছিলেন যিনি এই অভিযানের প্রতিক্রিয়া দেন।
“আমরা তখন ওভাল অফিসে ঢুকছিলাম, তখনই খবর পেলাম,” ট্রাম্প বলেন। “এরা অনেক দিন ধরেই মারামারি করছে। আমি শুধু চাই সবকিছু খুব দ্রুত থেমে যাক।”
তিনি আরও বলেন, “আগেই বোঝা যাচ্ছিল, কিছু একটা হতে যাচ্ছে।”
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানালেন, তারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। অপারেশন শুরু হতেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তাঁকে বিস্তারিত জানিয়েছেন।
হোয়াইট হাউজ পরে জানায়, রুবিও ভারত ও পাকিস্তানের সমকক্ষ কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং পরিস্থিতি শান্ত করতে আলোচনার পথে ফেরার আহ্বান জানিয়েছেন। জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজ বলেন, “উভয় দেশের নেতৃত্ব যেন আবার কথা বলে, সেই চ্যানেল খুলে দেওয়ার চেষ্টা চলছে। যাতে যুদ্ধাবস্থা এড়ানো যায়।”
একইসঙ্গে বুধবার পাকিস্তান ভ্রমণ নিয়ে সতর্কতা জারি করে মার্কিন মিশন। বলা হয়, “আমরা জানি ভারত পাকিস্তানে সামরিক হামলা চালিয়েছে। পরিস্থিতি এখনও বিবর্তিত হচ্ছে। তাই আমাদের নাগরিকদের স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, ভারত-পাকিস্তান সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি না যেতে। পুরো পাকিস্তান ভ্রমণ নিয়েও ভাবার আগে দু’বার চিন্তা করুন।”