Friday, May 9
Shadow

Tag: শান্তিগঞ্জে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে পিএফজি কাজ করে যাবে

শান্তিগঞ্জে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে পিএফজি কাজ করে যাবে

শান্তিগঞ্জে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে পিএফজি কাজ করে যাবে

বাংলাদেশ, সংবাদ, সিলেট, সুনামগঞ্জ
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ : সুনামগঞ্জের শান্তিগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় পিএফজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা বুধবার সকালে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পিএফজির সদস্য সিরাজ মিয়ার সভাপতিত্বে ও পিএফজি এম্বাসেডর জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা। সভায় বক্তারা বলেন, এ্যাম্বাসেডররা যদি শুধু মিটিং এর দিন মিটং এ আসেন অন্য কোন সময়ে তাদের কোন খবর থাকে না, সদস্যদের সাথে তাদের কোন যোগাযোগ নেই তাহলে এ পিএফজি কার্যক্রম পরিচালনা করবে কিভাবে। পিএফজিকে স্বতন্ত্র সংগঠন হিসেবে দাড়করাতে হলে এ্যাম্বাসেডরদের নতুন নতুন কর্মসূচি হাতে নিতে হবে। সকল সদস্যদের সক্রিয় রাখতে হবে। তারা ...