
খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেলাই মেশিন বিতরণ
এম এন আলী শিপলু, খুলনা : খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে নগরীতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (৯ মে) মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে খালিশপুর বিআইডিসি সড়কের নিজস্ব কার্যালয়ে সুবিধা বঞ্চিত দর্জি শ্রমিকদের মাঝে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান।প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, মেহনতি শ্রমিকের হাতেই গড়ে ওঠে দেশের প্রকৃত কল্যাণ, সমৃদ্ধি ও ভবিষ্যৎ। সেই শ্রমজীবী মেহনতি মানুষ আজ শোষণ বঞ্চনা, জুলুম ও নির্যাতনের শিকার। ফলে শ্রমিকদের মানবিক অধিকার রক্ষা এবং শ্রমিকবান্ধব নতুন ধারা সৃষ্টি করতে আমাদের ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করতে হবে। তিনি বলেন, অসহায় দরিদ্র শ্রমিকদের সহায়তায় সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসা দরকার । সমাজের...