Friday, May 9
Shadow

খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেলাই মেশিন বিতরণ

এম এন আলী শিপলু, খুলনা : খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে নগরীতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (৯ মে) মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে খালিশপুর বিআইডিসি সড়কের নিজস্ব কার্যালয়ে সুবিধা বঞ্চিত দর্জি শ্রমিকদের মাঝে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, মেহনতি শ্রমিকের হাতেই গড়ে ওঠে দেশের প্রকৃত কল্যাণ, সমৃদ্ধি ও ভবিষ্যৎ। সেই শ্রমজীবী মেহনতি মানুষ আজ শোষণ বঞ্চনা, জুলুম ও নির্যাতনের শিকার। ফলে শ্রমিকদের মানবিক অধিকার রক্ষা এবং শ্রমিকবান্ধব নতুন ধারা সৃষ্টি করতে আমাদের ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করতে হবে। তিনি বলেন, অসহায় দরিদ্র শ্রমিকদের সহায়তায় সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসা দরকার । সমাজের প্রতি বিত্তবানদের দায়ের বদ্ধতা রয়েছে। তিনি আরো বলেন সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা ও সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অসহায় বেকার ও হতদরিদ্র শ্রমিকদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এগিয়ে আসতে হবে। তিনি পবিত্র কুরআনের সূরা ক্বাসাসে মহান আল্লাহ পাক শ্রমজীবি মানুষের যে অধিকার প্রতিষ্ঠার কথা বলেছেন তা তুলে ধরে ইসলামী শ্রমনীতি সমাজে প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে শরীক হওয়ার উদাত্ত আহবান জানান।

মহানগর সভাপতি আজিজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডা. সাইদুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, মহানগর সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান, কাজী মাহফুজুর রহমান, শ্রমিক নেতা জাহিদুল ইসলাম, আল হাফিজ সোহাগ, বুলবুল কবির, বদরুর রশিদ মিন্টু, আনিসুর রহমান, মোখলেসুর রহমান, শহিদুল ইসলাম, মালেক মুন্সী, কামরুল ইসলাম, মাহবুবুর রহমান জুনায়েদ, মুহিব্বুর রসুল, ইমদাদুল হক প্রমুখ। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ শ্রমিকদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *