
দিনাজপুর পার্বতীপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড এর শ্রমিকদের অবস্থান কর্মসূচি পালন
মাসুদুর রহমান, দিনাজপুর : দিনাজপুর পার্বতীপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড এর শ্রমিকদের ছাঁটাই করার জন্য তারা ৩ জুলাই ২০২৫ তারিখ ৫:৩০ ঘটিকার সময় মধ্যপাড়া কাঁচাবাজার মাঠে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তারা কয়েকটি দাবি পেশ করেন।
মধ্যপাড়া গ্রানাইট সাইনিং শ্রমিক সংগঠন এর ৯ দফা দাবিসমূহ হল:-
১/ ছাটাইকৃত শ্রমিকদের পুনঃ বহাল করতে হবে। ২/ কথায় কথায় শ্রমিক ছাটাই চলবে না। ৩/ বার্ষিক ৫০% হারে শ্রমিকের পদোন্নতি দিতে হবে। ৪/ একজন শ্রমিকের নিয়োগের ১ বছরের মধ্যে অপারেটর হিসেবে বেতন প্রদান করতে হবে। ৫/ আইনের কোন ধারা অনুযায়ী, বেতন ভাতা প্রদান করা হয়- কতৃপক্ষের কাছে জানতে চাই। ৬/ বেতনভাতা কর্তন বন্ধ করতে হবে। ৭/ বয়সের ভারে চাকুরী থেকে অব্যাহতি প্রদান ফকরিলে- শ্রমিকরে ৬লক্ষ টাকা প্রদান ফারতে হবে।&n...