
চট্টগ্রামে ১ লাখ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
ইসমাইল ইমন, চট্টগ্রাম: র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন রায়পুর এলাকায় একটি বসত ঘরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবাসহ মজুদ করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন এক নারী। উক্ত তথ্যের ভিত্তিতে গতকাল ১৭ জুলাই বৃহস্পতিবার আনুমানিক রাত ১১ টায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন দক্ষিন পরুয়া পাড়া এলাকার জনৈক আনোয়ার মাঝির বাড়ীতে পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েক জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা আসামী মনোয়ারা বেগম (৪৩), স্বামী- মোঃ আনোয়ার মাঝি, সাং-দক্ষিন পরুয়াপাড়া, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামী’কে জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে তার দেখানো ও সনাক্তমতে বসত ঘরের বারান্দায় খাটে...