
টাইগার চিংড়ি: পটুয়াখালী থেকে ইউরোপ : উপকূলের লক্ষ মানুষের জীবিকা (ভিডিও)
মো. হুমায়ুন কবির খোকন, পটুয়াখালী : সামুদ্রিক টাইগার চিংড়ী। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এ চিংড়ি আহরণের প্রধান মৌসুম। এ সময় চিংড়ি শিকারের ধুম পড়ে পটুয়াখালী সহ আশপাশের উপকূলীয় এলাকা গুলোতে। বঙ্গোপসাগর থেকে শিকার করা এ চিংড়ির চাহিদা রয়েছে ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে। তাই ভালো দাম পাওয়ায় চিংড়ি শিকার থেকে শুরু করে বাছাই ও প্রক্রিয়াজাত করে কর্মসংস্থান হয়েছে উপকূলীয় অর্ধলাখ নারী ও পুরুষের।
https://youtu.be/LEXFH4NY1U0
বঙ্গোপসাগরের তীরবর্তী পটুয়াখালীর দূর্গম দ্বীপ চরমোন্তাজ গিয়ে দেখা যায়- বঙ্গোপসাগর থেকে টাইগার চিংড়ি শিকার করে ঘাটে নিয়ে আসছেন জেলেরা। এরপরই সেখানে নারী-পুরুষের মহাকর্মযজ্ঞ শুরু হয়ে যায়। কেউ ফিশিংবোট থেকে মাছ নামান। কেউ অন্যান্য মাছের মধ্য থেকে টাইগার চিংড়ি বাছাই করে বের করছেন। কেউ বা আবার টাইগার চিংড়ির মাথা কেটে আলাদা করে রফতানির উপযোগী করছ...