জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজির সঙ্গে চীনের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বা গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের মিল রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের চীনের আবাসিক সমন্বয়কারী সিদ্ধার্থ চ্যাটার্জি।
সম্প্রতি চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক সিজিটিএনকে দেওয়া সাক্ষাৎকারে সিদ্ধার্থ বলেন, দুটি উদ্যোগের দর্শন ও লক্ষ্য প্রায় একই।
তিনি জানান, চীনের ২০২৫ সালের ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য দেশটির অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ। চীন ২০৩৫ সালের মধ্যে ৮০ কোটি জনগণকে মধ্যবিত্ত শ্রেণিতে উন্নীত করতে চায়।
তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং, সেমিকন্ডাক্টর, ফিনটেক ও বায়োটেকের ভবিষ্যত নির্ধারণ হবে চীনের মাধ্যমেই।
সিদ্ধার্থ আরও বলেন, প্রযুক্তি হোক বা সবুজ উন্নয়ন, জলবায়ু হোক বা দারিদ্র্য দূরীকরণ; সব ক্ষেত্রেই চীন অত্যন্ত ভালো করেছে। তবে এসবের মাঝে চীন সবচেয়ে ভালো করেছে মানবসম্পদ, অবকাঠামো ও ব্যবসায় বিনিয়োগ করে। এখন এসব ক্ষেত্রে সমন্বিতভাবে একটি গতি সঞ্চারের প্রয়োজন বলে মনে করেন জাতিসংঘের চীনের আবাসিক সমন্বয়কারী।
সূত্র: সিএমজি বাংলা