Wednesday, March 26
Shadow

টাকার জোরে বেঁচে গেলেন আনভীর! মুনিয়া হত্যার বিচার কি আদৌ হবে?

কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ আটজনকে অভিযুক্ত করে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করা হয়েছিল। তবে, আদালত তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রমাণ না পাওয়ায় সবাইকে অব্যাহতি দিয়েছেন। ​prothomalo.com+4thedailycampus.com+4bangla.bdnews24.com+4ajkerpatrika.com+1banglatribune.com+1

মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে, প্রভাবশালী মহলের চাপে তদন্ত সঠিকভাবে হয়নি এবং ন্যায়বিচার ব্যাহত হয়েছে। ​ajkerpatrika.com+3thedailycampus.com+3bangla.bdnews24.com+3

এই মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় নতুন বাংলাদেশ সমন্বয়কারীদের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তারা আনভীরের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন বলে সমালোচনা হয়েছে। এতে বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে।​

মুনিয়ার পরিবারের সদস্যরা ও মানবাধিকার কর্মীরা এই ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করার জন্য পুনঃতদন্ত ও স্বাধীন বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে, প্রভাবশালী ব্যক্তিদের অর্থ ও ক্ষমতার প্রভাবে বিচার প্রক্রিয়া প্রভাবিত হতে পারে। ​

এই মামলার সর্বশেষ আপডেট অনুযায়ী, উচ্চ আদালতে আপিল প্রক্রিয়া চলছে। জনগণ ও সংশ্লিষ্ট মহল আশা করছেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে এবং মুনিয়ার পরিবারের সদস্যরা সুবিচার পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *