Wednesday, March 12

টাকার জোরে বেঁচে গেলেন আনভীর! মুনিয়া হত্যার বিচার কি আদৌ হবে?

কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ আটজনকে অভিযুক্ত করে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করা হয়েছিল। তবে, আদালত তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রমাণ না পাওয়ায় সবাইকে অব্যাহতি দিয়েছেন। ​prothomalo.com+4thedailycampus.com+4bangla.bdnews24.com+4ajkerpatrika.com+1banglatribune.com+1

মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে, প্রভাবশালী মহলের চাপে তদন্ত সঠিকভাবে হয়নি এবং ন্যায়বিচার ব্যাহত হয়েছে। ​ajkerpatrika.com+3thedailycampus.com+3bangla.bdnews24.com+3

এই মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় নতুন বাংলাদেশ সমন্বয়কারীদের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তারা আনভীরের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন বলে সমালোচনা হয়েছে। এতে বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে।​

মুনিয়ার পরিবারের সদস্যরা ও মানবাধিকার কর্মীরা এই ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করার জন্য পুনঃতদন্ত ও স্বাধীন বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে, প্রভাবশালী ব্যক্তিদের অর্থ ও ক্ষমতার প্রভাবে বিচার প্রক্রিয়া প্রভাবিত হতে পারে। ​

এই মামলার সর্বশেষ আপডেট অনুযায়ী, উচ্চ আদালতে আপিল প্রক্রিয়া চলছে। জনগণ ও সংশ্লিষ্ট মহল আশা করছেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে এবং মুনিয়ার পরিবারের সদস্যরা সুবিচার পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *