Wednesday, March 12

চীনে গড় আয়ু এখন ৭৯ বছর

চীনের গড় আয়ু ২০২৪ সালে বেড়ে ৭৯ বছরে পৌঁছেছে, রোববার দেশটির এক শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

জাতীয় স্বাস্থ্য কমিশনের প্রধান লেই হাইছাও জানান, ২০২৩ সালের তুলনায় গড় আয়ু দশমিক ৪ বছর বেড়েছে।

চীনের ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী, ২০২০ সালের তুলনায় গড় আয়ু এক বছর বাড়ানোর লক্ষ্য ছিল।

২০২৪ সালে চীনের গড় আয়ু বিশ্বের ৫৩টি উচ্চ-মধ্যম আয়ের দেশের মধ্যে ছিল চতুর্থ এবং জি২০ দেশগুলোর মধ্যে দশম। এ ছাড়া এটি ২১টি উন্নত দেশের গড় আয়ুকেও ছাড়িয়ে গেছে বলে জানান লেই।

তিনি বলেন, স্বাস্থ্য সম্পর্কিত সরকারি কর্মসূচি, জনসচেতনতা বৃদ্ধি এবং ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রভাব এই উন্নতির প্রধান কারণ।

এদিকে, বেইজিং, থিয়েনচিন, শাংহাই, শানতোং, চিয়াংসু, চ্যচিয়াং, কুয়াংতোং ও হাইনান—এই আটটি সমৃদ্ধ অঞ্চলে গড় আয়ু ৮০ বছর অতিক্রম করেছে।

তিনি আরও বলেন, সংক্রামক ও দীর্ঘমেয়াদি রোগের চ্যালেঞ্জ থাকলেও চীনে গড় আয়ু বৃদ্ধির আরও সম্ভাবনা রয়েছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *