Monday, April 21
Shadow

রাজশাহী

পাবনার হুরাসাগর নদী কি এবার উদ্ধার হবে?

পাবনার হুরাসাগর নদী কি এবার উদ্ধার হবে?

পাবনা, বাংলাদেশ, রাজশাহী
পাবনার বেড়ার ত্রাস সাবেক ফ্যাসিবাদি সরকারের ফ্যাসিবাদি নেতা শামসুল হক টুকু ও তার ছেলে শাসমস তাদের এলাকার হুরাসাগর নদীর প্রায় অর্ধেক দখল করে বসিয়েছিলেন দোকানপাট ও একটা অহেতুক অর্ধসমাপ্ত পোর্ট। এ ছাড়া সেখানকার একটি বিদ্যুৎকেন্দ্রে আসা প্রতিটি তেলবাহী জাহাজ থেকেই বাপ-ব্যাটা মিলে তুলতেন চাঁদা। এখনও টুকু ও তার পরিবারের লোকদের পুরোপুরি উচ্ছেদ করা সম্ভব হয়নি এলাকা থেকে। তারা পলাতক হলেও রয়ে গেছে তাদের ফ্যাসিবাদি নিশানা। নদীর অর্ধেকেরও বেশি বালু ফেলে দখল করা হলেও এখন পর্যন্ত প্রশাসন ও ছাত্র-সমন্বয়করা সেটা উচ্ছেদ করতে পারেননি। এ বিষয়ে বেড়া পৌরসভার বর্তমান কয়েকজন সদস্য বলেছেন, দোকানপাট উচ্ছেদ করে দ্রুত নদী ফিরিয়ে আনতে হবে। তা না হলে নির্বাচিত সরকার এসে গেলে আবার দখলদারিত্ব শুরু হয়ে যাবে।...