Friday, May 9
Shadow

মহাদেবপুরে আওয়ামীলীগের ৬ জন নেতাকর্মী গ্রেফতার

গৌতম কুমার মহন্ত, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে ডেভিল হান্ট অপারেশনে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ ৬ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতভর ও শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ 

করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার আওয়ামীলীগের সহসভাপতি,বাসষ্ট্যান্ড এলাকার আফজাল হোসেনের পুত্র ডাঃ মজিবর রহমান, উপজেলার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কায়েস্থপাড়ার মৃত মোসলেম উদ্দীনের পুত্র মোঃ এমদাদুল হক, উপজেলার আওয়ামীলীগের সদস্য আজিপুর গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা মৃত রিয়াজ উদ্দীনের পুত্র আব্দুল জলিল,ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য শরমইল গ্রামের ভিকু মন্ডলের পুত্র বাদের আলী,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক সদরের স্কুল পাড়ার মৃত আব্দুর রউফ মন্ডলের পুত্র মোঃ রাহিদুজ্জামান রাহিদ, সদর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য খোশালপুর গ্রামের উফছের আলীর পুত্র  

মোঃ রানা। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা আওয়ামীলীগ নেতাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে বৃহস্পতিবার মধ্য রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *