Friday, May 9
Shadow

সাম্পান র‌্যালিতে সি এম পি কমিশনার কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদে কোন আপোষ নয়…

ইসমাইল ইমন চট্টগ্রাম : কর্ণফুলী ও দেশের নদ—নদী রক্ষায় ১৯তম ‘সাম্পান খেলা ও চাঁটগাইয়া সংস্কৃতি মেলা ১৪৩২ বাংলা’ এর তিন দিনের অনুষ্ঠান মালার দ্বিতীয় দিন ‘সাম্পান শোভাযাত্রা’   

সম্পন্ন হয়েছে।

আজ ৯ মে শুক্রবার সকাল ১১টায় নগরীর অভয়মিত্র ঘাট থেকে শুরু হওয়া সাম্পান শোভাযাত্রার উদ্বোধন করেন, বিএনপি দক্ষিণ জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ¦ মোঃ আলী আব্বাস। এতে প্রধান অতিথির বক্তব্যে সিএমপি পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেন, কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে কোন রকমের কার্পন্য করা হবে। তিনি কোতোয়ালী থানা ও সদরঘাট ও বাকলিয়া থানার ওসিকে নির্দেশ দিয়ে বলেন, আদলতের নিষেধাজ্ঞা নাই এমন সব স্থাপনা যেন দ্রুত উচ্ছেদ করা হয়। আদালতের কোন নির্দেশনা না থাকলে অবৈধ স্থাপনা উচ্ছেদে একদিনও দেরী করা হবে না। তিনি বলেন, এই নদী দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে শুধু তাই নয়। ৯০ শতাংশের বেশি আমদানি রপ্তানি এই নদী দিয়ে হয়। তিনি স্থানীয় নেতৃবৃন্দ ও সাম্পান মাঝিদের আহবান জানিয়ে বলেন, আপনারা নদী রক্ষায় আপনাদের যথাযথ দায়িত্ব পালন করবেন। এতে অন্যরা অনুপ্রাণিত হয়ে নদী দখল দূষণ থেকে বিরত থাকবে। তিনি উল্লেখ করেন, সাম্পান শোভাযাত্রা একটি অভিনব আন্দোলন। জীবনে নতুন অভিজ্ঞতা হলো। এই ধরনের সামাজিক আন্দোলন সত্যি প্রেরণা দায়ক। 

উদ্বোধনী বক্তব্যে মোঃ আলী আব্বাস বলেন, বিগত স্বৈরাচারি সরকারের আমলে নাম বেনামে অবৈধ ভাবে যারা কর্ণফুলী দখল করেছেন তারা নিজে থেকে সরে গিয়ে কর্ণফুলীকে তার স্বমহিমায় প্রবাহ হতে দিন। না হয় স্থানীয় নেতৃবৃন্দ জনগণকে সাথে নিয়ে আপনাদের নদীর অবৈধ দখল ছেড়ে দিতে বাধ্য করবে। তখন নিজেদের সম্পদ যাওয়ার পাশাপাশি কালো মুখোশও জনগনের সামনে উন্মুক্ত হবে। 

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান আলীউর রহমান। তিনি বলেন, কর্ণফুলী ও দেশের নদ—নদী রক্ষায় বৃহত্তম এই সামাজিক আন্দোলন অনেক ঘাটে মাঝিদের পেশা টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীকে দখল মুক্ত করতে এই আন্দোলন চলবে। 

কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাম্পান খেলা ও চাঁটগাইয়া সংস্কৃতি মেলা ১৪৩২ এর প্রধান সমন্বয়ক সাংবাদিক চৌধুরী ফরিদ। সাম্পান খেলা পরিচালনা কমিটির আহবায়ক মীর্জা ইসমাইল, ইঞ্জিনিয়ার মির্জা ইসমাইল, সাম্পান খেলা পরিচালনা কমিটি যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, এম মাইন উদ্দিন চেয়ারম্যান, সাম্পান খেলা পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা, সাম্পান খেলা পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম সেলিম খান,কর্ণফুলী নদী মাঝি কল্যাণ ফেডারেশন সিনিয়র সহ—সভাপতি জাফর আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান দয়াল, বক্তব্য রাখেন ছিলেন মির্জা বাহার, গিয়াস উদ্দিন ফয়সাল ফারুকী, সভাপতি আবুল হোসেন, শাহ আলম, বছির আহমদ, কোরবান আলী,মোহাম্মদ আলী, দেলোয়ার হোসাইন, মুছা সিকদার,মাহবুব আলম, সিরাজুল ইসলাম, দোস্ত মোহাম্মদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *