
লাকসামে বিএনপির সাবেক সাংসদ কর্ণেল আজিম
আ,লীগ নির্বাচনের নামে করেছে ভোট চুরি,বিএনপি কাউন্সিলের নামে করছে ডাকাতি!
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসামঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কর্ণেল (অব:)এম আনোয়ারুল আজিম বলেছেন, আওয়ামীলীগ নির্বাচনের নামে রাতের বেলায় করেছে ভোট চুরি। আর এখন লাকসাম-মনোহরগঞ্জে বিএনপি কাউন্সিলের নামে করছে দিন-দুপুরে ভোট ডাকাতি। মনোহরগঞ্জে একটি ইউনিয়নের ওয়ার্ড বিএনপির কাউন্সিলে ভোটার হলো ১৮৬ জন। অথচ ভোট পড়েছে ২০৬টি! সাদাকে সাদা,কালোকে কালো বলতে হবে।কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে যাঁরা ২০০৮ সালে নৌকায় চড়ে বিএনপিকে হারিয়েছে। ওই চক্রটিই এখন আবার আওয়ামীলীগকে সঙ্গে নিয়ে বিএনপিকে ধ্বংসের পাঁয়তারা করছে। বিএনপিতে বিভাজন সৃষ্টি করছে। আমরা বিভাজন চাই না। যাঁরা দলে বিভাজন করতে চায়। যে কোনো মূল্যে তাঁদের প্রতিহত করতে হবে।শনিবার (৩মে) লা...