
ছিনতাইয়ের সঙ্গে জড়িত ৩ ধরনের অপরাধী, বিনিময় হয় টার্গেট
রাজধানীতে ভয়াবহ রূপ নিয়েছে ছিনতাই। এতে নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ। রাজধানীর ৫০ থানা এলাকায় ছিনতাইকারীদের ৪৩২টি হটস্পট চিহ্নিত হয়েছে।
দিন-রাত কোনো সময়ই নিরাপদ নন নগরবাসী। বিশেষ করে রাতে ছিনতাইকারীদের তৎপরতা ভয়াবহ রূপ নিয়েছে। এসব স্থানে সক্রিয় ১২শ ছিনতাইকারী। ছিনতাইয়ে তিন ধরনের অপরাধী জড়িত। আইনশৃঙ্খলা বাহিনীসহ একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, রাজধানীতে ছিনতাইয়ের সঙ্গে তিন ধরনের অপরাধী জড়িত। একদল পেশাদার ছিনতাইকারী। এরা সংঘবদ্ধভাবে ছিনতাই করে। এদের প্রত্যেক গ্রুপে ৪ থেকে ৫ জন সদস্য থাকে। কখনো তারা নির্দিষ্ট স্পটে অবস্থান করে ছিনতাই করে। আবার কখনো সিএনজি কিংবা প্রাইভেটকার নিয়ে দিনে বা রাতে ঘুরে ঘুরে ছিনতাই করে। এদের মধ্যে ছিনতাইয়ের টার্গেট বিনিময় হয়। এক এলাকার টার্গেট অন্য এলাকার ছিনতাইকারীর কাছে বিক্রির নজির আছে বহু।
আরেক ধরনের ছিনতাইকারী রয়েছে, যার...