
মুক্তির ঋণ শোধ করতে গিয়ে বৈষম্যের চোরাবালিতে বাংলাদেশ?
ফিয়াদ নওশাদ ইয়ামিন: বাংলাদেশ আজ স্বাধীন—পাসপোর্টে, মানচিত্রে, জাতিসংঘের সভায়। কিন্তু স্বাধীনতার প্রকৃত চর্চায়, আন্তর্জাতিক সম্পর্কের মেরুদণ্ডে এখনও কি আমরা সত্যিকারের স্বাধীন? ১৯৭১ সালে আমাদের পাশে দাঁড়ানো এক 'মিত্র রাষ্ট্রের' প্রতি কৃতজ্ঞতা জানাতে জানাতে আমরা যেন আজও মাথা নিচু করে চলি। এই কৃতজ্ঞতা এখন এমন এক মনস্তাত্ত্বিক দায়ে পরিণত হয়েছে, যার সুযোগ নিয়ে প্রতিবেশী রাষ্ট্রটি বারবার আমাদের ওপর বৈষম্য আর আধিপত্য চাপিয়ে দিচ্ছে।
ভারতের প্রতি বাংলাদেশের মানুষের মনেভাব নিয়ে অনেকেই অনেক কথা বলেন। আমার কথা হল, বাংলাদেশের স্বার্থ বিরোধী ভারতীয় সিদ্ধান্তের বিরোধিতা করাকে কি কখনোই ভারত বিদ্বেষ বলা যায়?
জলবন্টন থেকে শুরু করে সীমান্তে হত্যা, ট্রানজিট সুবিধা থেকে একচেটিয়া বাণিজ্য, অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ থেকে শুরু করে সাংস্কৃতিক আগ্রাসন—সব জায়গাতেই একধরনের অদৃশ্য শেকলে বাঁধা প...