
‘মঙ্গলের মাটি’ বানালেন চীনা বিজ্ঞানীরা
মঙ্গল গ্রহে অভিযানের জন্য বড় ধরনের অগ্রগতি অর্জন করলেন চীনা ভূতত্ত্ববিদরা। সম্প্রতি তারা তৈরি করেছেন মঙ্গল গ্রহের মাটির প্রতিরূপ, যা প্রায় হুবহু মঙ্গলের উত্তরের ইউটোপিয়া প্ল্যানিশিয়া অঞ্চলের মাটিরবৈশিষ্ট্য সম্পন্ন।
নতুন উদ্ভাবিত এই মাটির প্রতিরূপের নাম ইউপিআরএস-১। এটি চীনের মঙ্গলযান চুরোং এবং যুক্তরাষ্ট্রের ভাইকিং-২ ল্যান্ডারের পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। দুটো যানই ইউটোপিয়া প্ল্যানিশিয়ায় অবতরণ করেছিল।
বিজ্ঞান সাময়িকী ইকারুসে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, এই অঞ্চলের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য অনুসারে, ইউপিআরএস ১-এর সঙ্গে প্রকৃত মঙ্গলের মাটির গড় সাদৃশ্য ৮৬.১ শতাংশ। এই অঞ্চলে একসময় পানির অস্তিত্ব ছিল বলে ধারণা করা হয়, কেননা এখানে জিপসাম ও কাদামাটি জাতীয় জলীয় খনিজ পাওয়া গেছে।
এই গবেষণা পরিচালনা করে চায়না সায়েন্স একাডেমির ইন্সটিটিউট অব জিওলজি অ্যান্ড জিওফিজিক্স। বিজ্ঞ...