
ইউরোপা লিগে ম্যানইউ ও টটেনহ্যাম ড্র করলেও জয় পেয়েছে চেলসি
উত্তেজনায় ঠাঁসা ম্যাচে থিয়াগো আলমাদার গোলে লিওঁ এগিয়ে যাওয়ার পর লেনি ইয়োরো ও জশুয়া জার্কজির গোলে ম্যানচেস্টার ইউনাইটেড লিড পেলেও শেষ মুহূর্তে রায়ান চেরকির গোলে ম্যাচ শেষ হয়েছে ২-২ গোলের সমতায়,
নিজেদের ম্যাচে টটেনহ্যাম ১-১ গোলে ড্র করে আইনট্রোখট এর সাথে।
ইউরোপা কনফারেন্স লিগে দ্বিতীয় সারির দল নিয়েও চেলসি ৩-০ গোলের বড় ব্যবধানে জয় পায় পোল্যান্ডের ক্লাব লেগিয়া ওয়ারসো এর সাথে ।...