
আবরার ফাহাদ হত্যা: মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনের রায় বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ২০ জনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন দণ্ডাদেশ বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।
১৩১ পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ রায় সম্প্রতি প্রকাশ করা হলেও শনিবার এ তথ্য গণমাধ্যমে জানা যায়। গত ১৬ মার্চ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন।
রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আসামিপক্ষের আইনজীবীরা, ভিকটিম আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ ও বাবা বরকত উল্লাহ।
আবরারের ভাই আবরার ফাইয়াজ বলেন, “রায় বহাল রয়েছে, আমরা সন্তুষ্ট। আশা করি দ্রুত কার্যকর করা হবে।”তার বাবা বরকত উল্লাহ বলেন, “এই রায় যেন অতিদ্রুত কার্যকর হয়, সেই দাবি জানাই।”
একজন দণ্ডপ্রাপ্ত ...