Wednesday, May 7
Shadow

ভাঙ্গায় বিজিবি সদস্যর মৃত্যু

মামুনুর রশীদ, ফরিদপুরঃ ফরিদপুরের ভাঙ্গায় পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে খবির উদ্দিন মিয়া (৭৫) নামে একজন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যর মৃত্যু হয়েছে।  খবর পেয়ে পুলিশ বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার  মালিগ্রাম বাজারের লাইফ কেয়ার ভবনের নিচতলা থেকে বিজিবি সদস্যর মৃতদেহ উদ্ধার করে। ভবনটির পঞ্চম তলায় ২ সন্তানের সাথে থাকতেন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য।
মেজছেলে শাহীন মাহমুদ জানান, রাতের বেলায় বাবা আমাদের সাথে খাবার খায়। এরপর বাবা জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করে। আমরা নিজ নিজ রুমে শুয়ে পড়েছিলাম। কিন্তু রাত দেড়টার দিকে নীচতলা থেকে জানানো হয় আপনার বাবা পড়ে গিয়ে গুরুতর  আহত হয়েছেন। দ্রুত পাচতলা থেকে নেমে এসে দেখতে পাই বাবার নিথর দেহ পড়ে আছে । তিনি আরও জানান, তার বাবা একজন স্টকের রোগী হওয়ায় আত্মভোলা স্বভাবের হয়ে ওঠেছিল। কখন কোথায় যাচ্ছেন বা কি করছেন কিছু মনে থাকে না তার। তিন ভাইর মধ্যে তাদের বড় ভাই শামীম আল মাহমুদ বর্তমানে বিজিবিতে কর্মরত রয়েছে এবং মা অনেক আগেই মারা গেছেন বলে জানান।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মামুন খান  জানান, মালিগ্রাম বাজারের একটি বহু তল ভবনের নিচ তলা থেকে বুধবার রাত আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিজিবি সদস্যর  গ্রামের বাড়ি  কালামৃধা ইউনিয়নের ভাসরা এবং  মৃত দলিল উদ্দিন মিয়ার পুত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *