
Pushpa 3: বড় আপডেট! প্রযোজক জানালেন টাইমলাইন
'Pushpa: The Rise' এবং 'Pushpa: The Rule' এর ব্যাপক সাফল্যের পর, ভক্তরা অধীর আগ্রহে তৃতীয় কিস্তির অপেক্ষায় ছিলেন। অবশেষে, ‘Jaat’ সিনেমার ট্রেলার লঞ্চ ইভেন্টে প্রযোজক নাভীন ইয়েরনেনি ঘোষণা করেছেন যে, ‘Pushpa 3’ আসছে এবং এর নাম রাখা হয়েছে ‘Pushpa: The Rampage’!
নাভীন ইয়েরনেনি জানান, “বর্তমানে চলমান সিনেমাগুলো শেষ হলেই আমরা ‘Pushpa 3’-এর কাজ শুরু করব, যা প্রায় দুই বছর পর হবে।” তার এই ঘোষণার পর ভক্তদের উত্তেজনা তুঙ্গে ওঠে। অর্থাৎ, ২০২৭ সালের দিকে সিনেমাটি ফ্লোরে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সুকুমার পরিচালিত এবং আল্লু অর্জুন অভিনীত ‘Pushpa’ সিরিজ ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করেছে। দুর্দান্ত কাহিনি, মারকাটারি অ্যাকশন ও অনবদ্য অভিনয়ের জন্য এই ফ্র্যাঞ্চাইজিটি বিশ্বজুড়ে দর্শকদের মন জয় করেছে। প্রথম কিস্তি ‘Pushpa: The Rise’ বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল, আর সিক্যুয়...