
মেয়াদোত্তীর্ণ ফায়ার এক্সটিংগুইশার আম্বিয়া সেরীন আবাসিক এপার্টমেন্ট ভবনে
ইসমাইল ইমন, চট্টগ্রাম : নগরীর কোতোয়ালী থানাধীন জামালখান এলাকায় আম্বিয়া সেরীন নামের একটি আবাসিক এপার্টমেন্ট ভবনে ১০৮টি পরিবার অগ্নি ঝুঁকিতে রয়েছেন বলে অভিযোগ করেন সেই এপার্টমেন্টের ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি মোঃ মঈনুদ্দীন৷
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবরে গত ১৫ জুলাই করা সেই অভিযোগের অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভবনটির নানান অনিয়মের তথ্য।
এদিকে ভবনটির বৈদ্যুতিক সাব-স্টেশনের পাশেও রাখা হয়নি কোন অগ্নিনির্বাপন ব্যবস্থা৷তাছাড়া ভবনটির অগ্নি নির্বাপনে একমাত্র ব্যবস্থা হিসেবে রাখা ৪০টির অধিক অগ্নি নির্বাপন যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) এর মেয়াদ শেষ হয়ে গেছে ২০২২ সালে৷ অথচ মেয়াদ শেষে এসব ফায়ার এক্সটিংগুইশার গুলোর রিফিল করার দ্বায়িত্ব ভবনের ফ্ল্যাট মালিক সমিতির৷
২০০৮ সালে ভবনটি ৭ তলার অনুমোদনের
একটি কাগজ সমিতির সভাপতি দেখালেও সেই অনুমোদনের কাগজ ...