
মান্দায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁর মান্দায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে বিশেষ বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার ৫ নং গনেশপুর ইউনিয়ন পরিষদে ৪ শত জন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এসব চাল বিতরণ করা হয়। এসময় গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম , ইউ’পি সদস্য বিমল কুমার, শামসুল ইসলাম, আব্দুল আলীম, শাহাদৎ হোসেন, আব্দুস সালাম, আস্তান আলী মোল্লা এবং হামিদুর রহমান প্রমূখ। এর আগে গত মঙ্গলবার ৩ নং পরানপুর ইউনিয়নে ১০৩ জন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এসব চাল বিতরণ করা হয়। এসময় প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন। মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক ও ৫নং গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল বলেন, সম্প্র...