Tuesday, July 1
Shadow

আদমদীঘি ইউএনও রক্তদহ বিল পাড়ে ৮ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন করলেন

 সজীব হাসান,, আদমদীঘি বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলা বন বিভাগের (টিএফএফ ফান্ডের) উদ্যোগে রক্তদহ বিলপাড়ে বিভিন্ন প্রজাতির বনজ ঔষধি ও ফলদ গাছের চারা রোপন করে বণায়ন কর্মসুচি উদ্বোধর করেণ আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার নিশাত আনজুম অনন্যা। শনিবার (২৮ জুন) বেলা ১১ টায় আদমদীগি উপজেলার রক্তদহ বিল পাড়ে সান্দিড়া গ্রামীণ সড়কের দুই পাশে এসব গছের চারা রোপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান আলী, সান্তাহার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন, সান্তাহার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য ফেরদৌস রহমান, রফিকুল ইসলাম জোয়ারদার রঞ্জু, সাইদুর রহমান, ইউনিয়ন যুবদল নেতা আবুল বাশার, এস এম সোহেল রানা, উপজেলা সেচ্চাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মিলন হোসেন, কৃষক দলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, মেহেদী হাসান সুইট, সবুজ সরদার, রঞ্জু হোসেন, আপেল হোসেন প্রমুখ। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষ রোপণ প্রয়োজন। সে আলোকে এই বণায়ন কর্মসুচি সফল করতে এখানে পর্যায়ক্রমে আম, জাম, কাঠাল, পেয়ারা, মেহগুনি তেতুলসহ প্রভৃতি জাতের ফলজ, বনজ ও ঔষধি প্রায় আট হাজার গাছের চারা রোপন করা হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *