
কেন্দুয়ায় বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকার মধ্যে উত্তেজনা, থানায় অভিযোগ পরে সমঝোতা
আশরাফ গোলাপ কেন্দুয়া (নেত্রকোনা): নেত্রকোনা জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সমাজে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৭ মে) সকালের দিকে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফরিদা আক্তার একই বিদ্যালয়ের চারজন সহকর্মী শিক্ষকের বিরুদ্ধে হুমকি, মানহানিকর মন্তব্য এবং অশোভন আচরণের অভিযোগে কেন্দুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ফরিদা আক্তার সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার পর থেকেই শিক্ষক সমাজে বিভক্তি শুরু হয়। দীর্ঘদিন বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক না থাকায় কিছু জুনিয়র শিক্ষক প্রশাসনিক দায়িত্ব পালন করতেন। ফরিদা আক্তারের আগমনের পর সেই দায়িত্বে থাকা শিক্ষকদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।
ফরিদা আক্তার বলেন, আমি যোগদানের পর থেকেই একটি চক্র আমার বিরুদ্ধে সক্র...