Sunday, July 27
Shadow

প্রশাসনের বিভিন্ন স্থানে অভিযোগ দায়ের নান্দাইলে পুলিশে চাকুরী দেওয়ার নামে ৩ লাখ টাকা আত্মসাত

ফরিদ মিয়া, নান্দাইল ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামের আবদুল ওয়াহেদের পুত্র কথিত পীর মোঃ আবদুল মান্নান ফকিরের বিরুদ্ধে পুলিশে চাকুরী দেবার নামে এক ব্যক্তির নিকট থেকে ৩ লাখ টাকা গ্রহন করে আত্মসাত করার লিখিত অভিযোগ পাওয়া গেছে। গাংগাইল ইউনিয়নের গয়েশপুর গ্রামের পিতামৃত সামছুদ্দিনের পুত্র মোঃ ছালেক মিয়া কর্তৃক ময়মনসিংহ পুলিশ সুপার সহ প্রশাসনের বিভিন্ন স্থানে দায়েরকৃত অভিযোগ সূত্রে জানাগেছে, মোঃ আবু ছালেক মিয়ার পুত্র তানিম পুলিশের কনস্টেবল পদে চাকুরীর জন্য আবেদন করে। বিষয়টি জানতে পেয়ে উক্ত মান্নান তার সাথে ১০ লাখ টাকা দিতে পারলে চাকুরী হবে। প্রথমে ৩ লাখ এবং চাকুরীর হলে ৭ লাখ টাকা দিতে হবে এই কথায় বিশ্বাস স্থাপন করে নগদ ৩ লাখ টাকা হাতিয়ে নেয়। ১০ আগস্ট ২০২৪ সনে ৪ জনের উপস্থিতিতে ৩ লাখ টাকা বুঝিয়ে দেয় (টাকা গ্রহনের মোবাইলে কল রেকর্ড সংরক্ষিত আছে)। পুলিশের কনস্টেবল পদে ময়মনসিংহ জেলায় নিয়োগ কার্য্যক্রম শেষ হলে তানিমের চাকুরী হয় নাই। এখন টাকা ফেরত চাইলে সে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নাম বলে থাকে (কল রেকর্ড সংরক্ষিত)। জানাগেছে, এধরনের প্রতারনামূলক কাজে সে দীর্ঘদিন ধরে জড়িত। মোঃ আবু ছালেক টাকা ফেরতের জন্য স্থানীয়ভাবে দেন দরবার করেও ব্যর্থ হলে ময়মনসিংহ পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার গৌরিপুর সার্কেল, সেনা ক্যাম্প ও ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্দাইল মডেল থানা বরাবর প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। মোঃ আবু ছালেক টাকা ফেরত পাওয়ার জন্য পুলিশ প্রশাসনের সহযোগিতা সহ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জোরদাবী জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *