Sunday, July 27
Shadow

মান্দায় জমি কিনে বিপাকে ক্রেতা; চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা!

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁর মান্দায় চলাচলের রাস্তা বন্ধ করে ইটের প্রাচীর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা সদরে (বরেন্দ্র অফিসের পেছনে) ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে আজ সোমবার অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. ইছাহাক আলী  নামে এক ব্যাক্তি বাদী হয়ে বড়পই গ্রামের প্রতিপক্ষ মৃত ফজলুর রহমান ওরফে ফজুর স্ত্রী  মনোয়ারা বেওয়ার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানা গেছে, কোচড়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে ভূক্তভোগী সার্জেন্ট মো. ইছাহাক আলী গং বড়পই মৌজার ১৫১/৪৭৫ খতিয়ানের ৫ নং দাগে প্রায় ২৮ বছর পূর্বে যৌথভাবে বসতবাড়ি নির্মাণের জন্য কয়েক শতক জমি ক্রয় করেন এবং পরবর্তীতে সেখানে বাড়ি নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন। অপরদিকে জমিতে যাওয়ার জন্য যে রাস্তা ছিলো সেটি বন্ধ করে দিয়ে জোরপূর্বকভাবে সেখানে ইটের প্রাচীর নির্মাণ করায় বিপাকে পড়েছেন জমির ক্রেতারা। বর্তমানে ওই জমিতে যাওয়া-আসা করার জন্য কোন রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন। এর থেকে পরিত্রাণ পেতে স্থানীয় প্রশাসনের সু-দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। অপরদিকে,সরেজমিন গিয়ে প্রতিপক্ষের লোকজন বাড়িতে না থাকায় তাদের মন্তব্য পাওয়া যায়নি।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *