Sunday, July 27
Shadow

মহাকাল

হানিফ সরকার শান্ত, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ 

আসিল মহাকাল,

দুয়ারের বাইরে দিচ্ছে হুংকার।

অধীর আগ্রহে জীবন করে হ্রাস।

যমরাজ নরদানবের সাজ।

আত্মা — অশেষ নদীর ঢেউ,

জল শুকিয়ে পড়ে চর চির।

জমরাজের দুয়ারে ভিড়।

গলিতে গলিতে হেম,

হেমের দেহ — দাফন

সাদা কাফনে শীতল মর্ম।

মহাকালের স্রোতে

জীবন-যৌবন ভেসে যায়।

যমরাজ এসে দুয়ারে দাঁড়ায়।

নিয়ে যায় প্রাণভোমরা শেষে —

নীরব নিশ্বাসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *