Monday, July 21
Shadow

গোপালগঞ্জে যা হচ্ছে, তা উদ্বেগজনক, জানালেন জামায়াত আমির: প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান

গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি প্রশ্ন তুলেছেন, “গোপালগঞ্জে কী হচ্ছে?” — এবং দ্রুত প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, “গোপালগঞ্জ তো বাংলাদেশেরই অংশ। যতদূর জানতে পেরেছি, এনসিপির নেতৃবৃন্দ পূর্ব থেকেই সর্বস্তরের প্রশাসনের সঙ্গে আলাপ-আলোচনা করে স্বাভাবিক নিয়মে তাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য সহযোগিতা চেয়েছেন। এটি তাদের সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার। কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে কার্যত মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো দৃশ্যমান উপস্থিতি দেখা যাচ্ছে না।”

তিনি আরও বলেন, “অবিলম্বে সরকারকে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। অন্যথায় যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায়ভার ইতিহাস সরকারের ওপরেই ন্যস্ত করবে।”

জামায়াত আমির সংশ্লিষ্ট এলাকার জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা সংশ্লিষ্ট এলাকাবাসীকে সব ধরনের উশৃঙ্খলতা থেকে বিরত থাকার অনুরোধ করছি। পাশাপাশি শান্তিপ্রিয় ও ফ্যাসিবাদবিরোধী সকল জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আন্তরিক আহ্বান জানাই।”

বিবৃতির শেষ অংশে তিনি মহান আল্লাহর সাহায্য কামনা করে বলেন, “মহান আল্লাহ যেন সত্য ও ন্যায়ের পক্ষে তাঁর সাহায্য প্রেরণ করেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *