
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এসএমএ ফায়েজের নেতৃত্বে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের একটি প্রতিনিধিদল সম্প্রতি চীনের হুয়াচুং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে।
পরিদর্শনকালে, প্রতিনিধি দলের প্রধান এসএমএ ফায়েজ বলেন, বিপুল সংখ্যক বাংলাদেশি তরুণ শিক্ষার্থী চীনের উচ্চমানের শিক্ষা-সম্পদ থেকে উপকৃত হয়েছে। তারা হুয়াচুং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রকৌশল, চিকিৎসা ইত্যাদি ক্ষেত্রে আরও বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সহযোগিতা গভীর করার প্রত্যাশা করছেন।
হুয়াচুং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ প্রধান সুই সিয়াও তুং বলেন, তার বিশ্ববিদ্যালয় সবসময় বাংলাদেশের সাথে বিনিময় এবং প্রতিভা প্রশিক্ষণে গুরুত্ব দিয়ে আসছে। বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর সাথে বোঝাপড়া আরও বাড়াতে উন্মুখ বলেও জানান সুই সিয়াও তুং।
সূত্র: সিএমজি