Saturday, July 19
Shadow

সেনাবাহিনীতে নার্স পদে নিয়োগ শুরু, আবেদন করতে পারবেন ২ আগস্ট পর্যন্ত

বাংলাদেশ সেনাবাহিনী ২০২৫ সালের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবার সেনাবাহিনীর ৪২তম সরাসরি স্বল্পমেয়াদি কমিশনের (এএফএনএস) আওতায় আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসে (AFNS) শুধুমাত্র নারীদের নার্স পদে নিয়োগ দেওয়া হবে।

ইতোমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
পদের নাম: নার্স (শুধুমাত্র নারী প্রার্থীদের জন্য)
পদসংখ্যা: নির্ধারিত নয়

যোগ্যতা:

  • এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
  • সরকার স্বীকৃত নার্সিং কলেজ থেকে বিএসসি ইন নার্সিং ডিগ্রি থাকতে হবে এবং ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে।

বয়সসীমা:

  • ১ জানুয়ারি ২০২৬ তারিখে বয়স সর্বোচ্চ ২৬ বছর হতে হবে।
  • অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

বৈবাহিক অবস্থা:

  • বিবাহিতা, অবিবাহিতা, বিধবা অথবা তালাকপ্রাপ্ত— যে কেউ আবেদন করতে পারবেন।

শারীরিক যোগ্যতা:

  • উচ্চতা: ন্যূনতম ৫ ফুট ১ ইঞ্চি
  • ওজন: ন্যূনতম ৪৬ কেজি
  • বুকের মাপ: স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি, প্রসারণে ৩০ ইঞ্চি

আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *