Tuesday, July 15
Shadow

ইতিহাসের পাতায় সেরা ৬ নারীর রূপ-গাথা

সৌন্দর্য যে কেবল চোখে দেখার বিষয়—এই প্রবাদটি যেন সবচেয়ে ভালোভাবে প্রযোজ্য ‘সবচেয়ে সুন্দর নারী’ বাছাইয়ের ক্ষেত্রেই ঘোটে থাকে। ইতিহাসজুড়ে বহু নারী শুধু তাদের রূপের জন্যই নয়, মেধা ও ব্যক্তিত্বের জন্যও বিশ্বজুড়ে মানুষের হৃদয় জয় করেছেন। তবে কে সবচেয়ে মনকাড়া—তা নিয়ে বিতর্ক থাকতেই পারে।
এই তালিকায় এমন কিছু নারী রয়েছেন, যারা সৌন্দর্যের পাশাপাশি নিজেদের ক্যারিয়ারেও অসামান্য সাফল্য অর্জন করেছেন। চলুন দেখে নিই এমন কয়েকজন বিখ্যাত নারীর গল্প—যাঁদের সৌন্দর্য ইতিহাসে জায়গা করে নিয়েছে।

মিশেল ফাইফার (Michelle Pfeiffer)

৮০ ও ৯০-এর দশকে রূপালী পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন মিশেল ফাইফার। অসাধারণ অভিনয় দক্ষতার সঙ্গে তার সৌন্দর্যও দর্শকদের নজর কাড়ে।
প্রথমদিকে ‘সুন্দরী মেয়ের’ টাইপকাস্ট চরিত্রে অভিনয় করলেও, তিনি ধীরে ধীরে তা ভেঙে বেরিয়ে আসেন। ১৯৮৩ সালে ‘স্কারফেস’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করে তিনি নিজেকে প্রমাণ করতে শুরু করেন এবং একের পর এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে থাকেন।
ডেইলি টেলিগ্রাফ-এর এক সমালোচক একবার মন্তব্য করেছিলেন, “তার সৌন্দর্য এমন, যে কথোপকথনের মাঝপথে থেমে গিয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হয়।”

ক্লডিয়া কারদিনালে (Claudia Cardinale)

ইতালিয়ান-টিউনিশিয়ান অভিনেত্রী ক্লডিয়া কারদিনালে তাঁর যাত্রা শুরু করেন ‘টিউনিসিয়ার সবচেয়ে সুন্দর ইতালিয়ান কন্যা’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে। এই পুরস্কার হিসেবে তিনি ইতালিতে যাওয়ার সুযোগ পান।
তবে ইতালিতে গিয়ে ভাষাগত সমস্যায় পড়েন তিনি, কারণ তিনি মূলত তার পরিবার থেকে শিখেছিলেন সিসিলিয়ান উপভাষা।
তার কণ্ঠ ছিল রূঢ় ও ফরাসি টানযুক্ত, যার কারণে ক্যারিয়ারের শুরুর দিকে তার কণ্ঠ অন্য কারও দ্বারা ডাব করা হতো।
তবে তার সৌন্দর্য এতটাই চমকপ্রদ ছিল যে, দ্রুতই তিনি মডেলিং ও অভিনয়ের প্রস্তাব পেতে থাকেন।
২০০০ সালে তিনি ইউনেস্কোর গুডউইল অ্যাম্বাসেডর নির্বাচিত হন, যেখানে তিনি নারীর অধিকার রক্ষায় সরব ভূমিকা পালন করেন।

শ্যারন টেট (Sharon Tate)

শ্যারন টেটের জীবন যতটা সুন্দর ছিল, মৃত্যু ছিল ঠিক ততটাই নির্মম ও করুণ।
তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি তাঁকে চিরতরে ইতিহাসে অন্যভাবে চিহ্নিত করে রেখেছে।
কুয়েন্টিন ট্যারান্টিনোর Once Upon a Time in Hollywood ছবিতে তার জীবনের বিকল্প চিত্র তুলে ধরা হলেও, বাস্তব জীবনে তিনি ছিলেন এক প্রতিভাবান ও সম্ভাবনাময় অভিনেত্রী।
কমেডি ও ট্র্যাজেডি দুই ঘরানার অভিনয়েই তিনি ইতিবাচক সমালোচনার মুখোমুখি হন।
১৯৬৮ সালে তিনি The Fearless Vampire Killers সিনেমার পরিচালক ও সহ-অভিনেতা রোমান পোলানস্কির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
মর্মান্তিকভাবে, আট মাসের গর্ভবতী অবস্থায় তাকে এই পৃথিবী থেকে ছিনিয়ে নেওয়া হয়।

জ্যাকলিন স্মিথ (Jaclyn Smith)

অভিনেত্রী এবং সফল ব্যবসায়ী জ্যাকলিন স্মিথ সবচেয়ে বেশি পরিচিত টিভি সিরিজ Charlie’s Angels-এ ‘কেলি গ্যারেট’ চরিত্রে অভিনয়ের জন্য।
এই শো তাকে এবং অন্যান্য ‘অ্যাঞ্জেলস’-দেরকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়।
২০০৩ সালে তিনি একই চরিত্রে আবারও অভিনয় করেন চলচ্চিত্র Charlie’s Angels: Full Throttle-এ।
তারপর তিনি বহু টিভি চলচ্চিত্র ও মিনি-সিরিজে অভিনয় করে গেছেন।
তার রূপ ও ব্যক্তিত্ব এতটাই আকর্ষণীয় ছিল যে, তিনি চারবার বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এলিজাবেথ হার্লি (Elizabeth Hurley)

জনসাধারণের নজরে এলিজাবেথ হার্লির আগমন ঘটে অভিনেতা হিউ গ্রান্টের সঙ্গে সম্পর্কের মাধ্যমে, বিশেষ করে ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত Four Weddings and a Funeral ছবির সুবাদে।
সেই সিনেমার প্রিমিয়ারে তার পরা কালো ভার্সেস গাউন, যেটি স্বর্ণের সেফটিপিন দিয়ে সেলাই করা ছিল—ফ্যাশন দুনিয়ায় এক আলোড়ন তোলে।
এটি শুধু ভার্সেস ব্র্যান্ডকেই আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়নি, বরং হার্লির ক্যারিয়ারেও বড় মোড় এনে দেয়।
১৯৯৫ সালে, মডেলিং অভিজ্ঞতা না থাকলেও, তিনি Estée Lauder-এর মুখপাত্র হিসেবে নিযুক্ত হন।
অভিনয়ে তিনি সবচেয়ে বেশি পরিচিত Austin Powers: International Man of Mystery এবং Bedazzled ছবির মাধ্যমে।

অড্রে হেপবার্ন (Audrey Hepburn)

স্বতন্ত্র সৌন্দর্য আর মাধুর্যে ভরপুর অড্রে হেপবার্ন বিশ্ব মাত করেন Roman Holiday চলচ্চিত্রে গ্রেগরি পেকের বিপরীতে অভিনয় করে।
এই একটি ছবির জন্য তিনি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, বাফটা, এবং গোল্ডেন গ্লোব অর্জন করেন সেরা অভিনেত্রী হিসেবে।
পরে জীবনের অনেকটা সময় তিনি মানবকল্যাণমূলক কাজে ব্যয় করেন। মৃত্যুর পরেও তার এই মানবিক কাজের স্বীকৃতি মেলে।
১৯৯৩ সালে এক বিরল পেটের ক্যান্সারে তিনি মারা যান।
তবে মৃত্যুর পরেও তার উপস্থিতি অনুভূত হয়, কারণ তার স্মৃতি এখনও নানা মাধ্যমে, ফ্যাশন ও সংস্কৃতিতে জীবন্ত।

সূত্র: ‘স্পেল রক’ ম্যাগাজিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *