ইতিহাসের পাতায় সেরা ৬ নারীর রূপ-গাথা
সৌন্দর্য যে কেবল চোখে দেখার বিষয়—এই প্রবাদটি যেন সবচেয়ে ভালোভাবে প্রযোজ্য ‘সবচেয়ে সুন্দর নারী’ বাছাইয়ের ক্ষেত্রেই ঘোটে থাকে। ইতিহাসজুড়ে বহু নারী শুধু তাদের রূপের জন্যই নয়, মেধা ও ব্যক্তিত্বের জন্যও বিশ্বজুড়ে মানুষের হৃদয় জয় করেছেন। তবে কে সবচেয়ে মনকাড়া—তা নিয়ে বিতর্ক থাকতেই পারে।এই তালিকায় এমন কিছু নারী রয়েছেন, যারা সৌন্দর্যের পাশাপাশি নিজেদের ক্যারিয়ারেও অসামান্য সাফল্য অর্জন করেছেন। চলুন দেখে নিই এমন কয়েকজন বিখ্যাত নারীর গল্প—যাঁদের সৌন্দর্য ইতিহাসে জায়গা করে নিয়েছে।
মিশেল ফাইফার (Michelle Pfeiffer)
৮০ ও ৯০-এর দশকে রূপালী পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন মিশেল ফাইফার। অসাধারণ অভিনয় দক্ষতার সঙ্গে তার সৌন্দর্যও দর্শকদের নজর কাড়ে।প্রথমদিকে ‘সুন্দরী মেয়ের’ টাইপকাস্ট চরিত্রে অভিনয় করলেও, তিনি ধীরে ধীরে তা ভেঙে বেরিয়ে আসেন। ১৯৮৩ সালে ‘স্কারফেস’ ছবিতে পার্...