Tuesday, July 15
Shadow

টমেটো গাছের পাতা কুঁকড়ে গেলে কী করবেন?

টমেটো গাছের পাতার মুড়ানো এমন এক সমস্যা যা সাধারণত গাছের স্বাস্থ্য বা ফলন কমিয়ে দিতে পারে। তবে সব সময়ই বিপদসংকেত নয়। এর কারণ সম্পর্কে সঠিক ধারণা নিয়ে সঠিক ব্যবস্থাপনা করলে রোগ প্রতিরোধ সম্ভব।

যে সকল কারণে পাতা কুঁকড়ে যেতে পারে –

১. অতিরিক্ত গরম, শুষ্ক আবহাওয়া বা খরায় গাছে পানির ঘাটতি দেখা দেয় এর ফলে পাছের পাতা কুঁকড়ে যেতে থাকে।

২. বেশি পরিমাণে পানি বা তাড়াতাড়ি জল প্রয়োগ করলে মাটির অক্সিজেন কমে যায়, যা পাতা কুঁকড়ে যাওয়ার কারণ হতে পারে ।

৩. অনেক সময় নাইট্রোজেন বেশি ব্যবহারে পাতা বেশ সবুজ ও মোটা হয়, কিন্তু ফলন কমে যায় এবং পাতা বাঁকানো হয়ে যায় ।

৪. কম ক্যালসিয়াম বা পটাসিয়াম থাকলেও পাতা কুঁকড়ে যেতে পারে ।

৫. কম্পোস্ট সারেও অবশিষ্ট হার্বিসাইড থাকলে গাছে এমন সমস্যার সৃষ্টি হতে পারে।

৬. অত্যন্ত ক্ষুদ্র কীট, উদ্ভিদের পাতা ও ফুলে টক্সিন প্রবেশ করিয়ে পাতায় ভাঁজ ও মুড়ার সৃষ্টি করে ।

টমেটো গাছে এই সকল সমস্যা কীভাবে সমাধান করবেন?

১. গাছকে হালকা ছায়া দেয়ার ব্যবস্থা করতে হবে যাতে সূর্যের সরাসরি প্রচণ্ড তাপ থেকে রক্ষা পায়।

২. নিয়মিত ভাবে প্রয়োজন অনুযায়ী পানি দিন।

৩. মাটির আদ্রতার দিকে খেয়াল রাখতে হবে। গাছের গোঁড়ার মাটি শুকিয়ে আসলে তাতে প্রয়োজন অনুযায়ী পানি সেচ দিন।

৪. অতিরিক্ত সারের ব্যবহার এড়িয়ে চলতে হবে। গাছে আনুপাতিক হারে রাসায়নিক সারের ব্যবহার নিশ্চিত করতে হবে।

৫. মাটির পুষ্টির ভারসাম্য নিশ্চিত করতে নিয়মিত মাটির সয়েল টেস্ট করাতে হবে।

৬. হার্বিসাইড ও কম্পোস্টের ব্যবহার এবং এই সার সংগ্রহের উৎস নির্ভরযোগ্য ও পরিচিত হতে হবে।

৭. গাছ ভাইরাসে আক্রান্ত হলে, আক্রান্ত গাছ দ্রুত তুলে ফেলে ধ্বংস করে ফেলতে হবে যাতে ভাইরাস ছড়াতে না পারে।

৮. ক্ষতিকারক সাদা উজ্জ্বল পোকা -এর উপস্থিতি আছে কিনা নিয়মিত দেখুন থাকলে তা দ্রুত তাড়ানোর ব্যবস্থা করতে হবে।

৯. গাছে আশপাশ পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ আগাছার মাধ্যমে গাছের রোগ ছড়াতে পারে এবং ক্ষতিকারক পোকার আবাস্থল, তাই নিয়মিত গাছের আশপাশের আগাছে পরিষ্কার করতে করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *