Thursday, July 17
Shadow

Tag: টমেটো গাছ

টমেটো গাছের পাতা কুঁকড়ে গেলে কী করবেন?

টমেটো গাছের পাতা কুঁকড়ে গেলে কী করবেন?

কৃষি, ফিচার, সংবাদ
টমেটো গাছের পাতার মুড়ানো এমন এক সমস্যা যা সাধারণত গাছের স্বাস্থ্য বা ফলন কমিয়ে দিতে পারে। তবে সব সময়ই বিপদসংকেত নয়। এর কারণ সম্পর্কে সঠিক ধারণা নিয়ে সঠিক ব্যবস্থাপনা করলে রোগ প্রতিরোধ সম্ভব। যে সকল কারণে পাতা কুঁকড়ে যেতে পারে - ১. অতিরিক্ত গরম, শুষ্ক আবহাওয়া বা খরায় গাছে পানির ঘাটতি দেখা দেয় এর ফলে পাছের পাতা কুঁকড়ে যেতে থাকে। ২. বেশি পরিমাণে পানি বা তাড়াতাড়ি জল প্রয়োগ করলে মাটির অক্সিজেন কমে যায়, যা পাতা কুঁকড়ে যাওয়ার কারণ হতে পারে । ৩. অনেক সময় নাইট্রোজেন বেশি ব্যবহারে পাতা বেশ সবুজ ও মোটা হয়, কিন্তু ফলন কমে যায় এবং পাতা বাঁকানো হয়ে যায় । ৪. কম ক্যালসিয়াম বা পটাসিয়াম থাকলেও পাতা কুঁকড়ে যেতে পারে । ৫. কম্পোস্ট সারেও অবশিষ্ট হার্বিসাইড থাকলে গাছে এমন সমস্যার সৃষ্টি হতে পারে। ৬. অত্যন্ত ক্ষুদ্র কীট, উদ্ভিদের পাতা ও ফুলে টক্সিন প্রবেশ করিয়ে প...