
ইসমাইল ইমন, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহবায়ক কমিটিকে ‘অযোগ্য ও হাইব্রিড’ নেতাদের দিয়ে গঠিত অভিযোগ করে তা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে নগরীর আতুরার ডিপো মোড় এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বায়েজিদ বোস্তামী থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন হিরুর নেতৃত্বে মিছিলটি আতুরার ডিপো চামড়ার গুদামের সামনে থেকে শুরু হয়ে আমিন জুট মিল, মুরাদনগর, রৌপাবাদ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আতুরার ডিপো নুর টাওয়ারের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে নাজিম উদ্দীন হিরু অভিযোগ করেন, সম্প্রতি ঘোষিত বায়েজিদ বোস্তামী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি গঠনে দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করা হয়েছে। এর পরিবর্তে বিতর্কিত এবং নিষ্ক্রিয় ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে, যা দলের আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী।
তিনি বলেন, বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের যে কমিটি গঠন করা হয়েছে তা মহানগর নেতাদের পকেট কমিটি। যোগ্য ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে পছন্দের লোক দিয়ে কমিটি করা হয়েছে। যারা আওয়ামী স্বৈরাচার সরকারের আমলে নির্যাতিত হয়েছে তাদেরকে বাদ দিয়ে যারা নেতাদের কথামত চলবে তাদেরকেই এই পকেট কমিটিতে রাখা হয়েছে।আওয়ামী লীগ শাসনামলে থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাদের নামে বারবার মামলা হলেও বর্তমান কমিটির সদস্য সচিব সহ অনেক সদস্যদের নামে কোনো মামলা হয়নি। আমরা এই হাইব্রিড আওয়ামী দোসরদের কমিটি বিলুপ্ত করে ত্যাগীদের দিয়ে নতুন কমিটি চাই।
তিনি ঘোষিত আহবায়ক কমিটি বাতিল করে তৃণমুলের ত্যাগি নেতাদের অন্তর্ভুক্ত করে নতুন কমিটি ঘোষণার দাবী জানান। অবিলম্বে যদি কমিটি বিলুপ্ত করা না হয়, তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বিক্ষোভকারীরা তাদের বক্তব্যে বলেন, আমরা এই গণবিরোধী ও অবৈধ কমিটির তীব্র নিন্দা জানাই। যারা দলের দুঃসময়ে মাঠে ছিল না, যারা কখনো কোনো আন্দোলনে অংশ নেয়নি, তাদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই অযোগ্য ও হাইব্রিড কমিটি বাতিল করে ত্যাগী ও যোগ্য নেতাদের দিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানাচ্ছি।
বিক্ষোভ মিছিলে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা ‘অযোগ্য কমিটি মানি না, মানব না’, ‘হাইব্রিড মুক্ত স্বেচ্ছাসেবক দল চাই’, ‘ত্যাগীদের মূল্যায়ন চাই’ ইত্যাদি স্লোগান দেন।
নেতাকর্মীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। তারা মনে করেন, এ ধরনের কমিটি দলের সাংগঠনিক ভিত্তি দুর্বল করবে এবং আন্দোলন সংগ্রামে নেতিবাচক প্রভাব ফেলবে।
এতে উপস্থিত ছিলেন বায়েজিদ বোস্তামী থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন হিরু, আহম্মেদ আজম খান, সাবেক সদস্য তারেক সিদ্দকী মুন্না, ইসমাঈল হোসেন রুবেল, জসিম উদ্দিন, খোরশেদ আলম, মো. সাগর, জেবাল হক মানিক, হেলাল উদ্দিন, মেজবাউল হক অভি, মো. কাজল, শাহেদ আলী, মো. সাগর সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।