
বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের হাইব্রিড কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
ইসমাইল ইমন, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহবায়ক কমিটিকে ‘অযোগ্য ও হাইব্রিড’ নেতাদের দিয়ে গঠিত অভিযোগ করে তা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে নগরীর আতুরার ডিপো মোড় এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বায়েজিদ বোস্তামী থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন হিরুর নেতৃত্বে মিছিলটি আতুরার ডিপো চামড়ার গুদামের সামনে থেকে শুরু হয়ে আমিন জুট মিল, মুরাদনগর, রৌপাবাদ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আতুরার ডিপো নুর টাওয়ারের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে নাজিম উদ্দীন হিরু অভিযোগ করেন, সম্প্রতি ঘোষিত বায়েজিদ বোস্তামী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি গঠনে দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করা হয়েছে। এর পরিবর্তে বিতর্কিত এবং নিষ্ক্রিয় ব্...